মছলম উদ্দিন খান একাডেমীর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
——— আতাউর রহমান খান
বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে, সুশিক্ষিত জাতি গঠনে প্রবাসীদের অর্থায়নে দেশের অনেক উন্নয়নের নজির রয়েছে। শিক্ষাই জাতির মেরুদন্ড। এই গুণে ধরা সমাজকে পরিবর্তনের জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে। নিম্ন থেকে সর্বোচ্চ ডিগ্রী পর্যন্ত উচ্চ শিখড়ে এই প্রতিষ্ঠান একদিন এগিয়ে যাবে।
তিনি গতকাল শনিবার মছলম উদ্দিন খান একাডেমী সুনামপুর গোলাপগঞ্জ, সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।
রফিক আহমদ খানের সভাপতিত্বে ও মোহাম্মদ সায়েফ উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট বারের আইনজীবী এডভোকেট এ এফ রুহুল আমিন মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুশিয়ারা পুলিশ তদন্ত কমিটির সভাপতি আলীম উদ্দিন বাবলু, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী বদর উদ্দিন বদর, প্রবাসী মনজ্জির আলী, সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার সালেহ আহমদ সেলিম, শিক্ষানুরাগী আমির উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্ঠা আব্দুল জলিল, বিশিষ্ট কলামিস্ট আব্দুল মালিক, আলম হোসেন বাবুল, প্রবাসী সালেহ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
সহকারী শিক্ষক ছলিম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের পরিচিত পেশ করেন মোঃ সায়েফ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল আহাদ, রুহেল আহমদ খান, সফিক উদ্দিন আহমদ, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।