গোলাপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় যুবক আহত
গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপঞ্জের হেতিমগঞ্জে এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতি বার সন্ধ্যা ৬ টার দিকে হেতিমগঞ্জ বাজারের বনফুলের সামনে এ ঘটনা ঘটে। উপজেলার রফিপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র খোকন আহমদের উপর সন্ত্রাসীরা এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতি বার সন্ধ্যা ৬ টার দিকে খোকন আহমদের উপর মুখোশপরা কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি হামলা চালায়।ধারালো অস্ত্র দিয়ে শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত করে।উপস্থিত জনতা কিছু বুঝার আগেই এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা দূত স্থান ত্যাগ করে।যার কারণে তাদের ধরা বা সনাক্ত করা সম্ভব হয়নি।খোকনকে ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় প্রথমে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তার গুরুতর অবস্থা দেখে জরুরি বৃত্তিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।পরপরি গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বলে ওসি একে,এম ফজলুল হক শিবলী সাংবাদিকদের জানান।