রাজধানীতে পিডিবির সাবেক চেয়ারম্যান খুন
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবিরি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকার নিজ বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।
খিজির খান এই বাসার তিন তলায় স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে থাকতেন। ওই বাসার দ্বিতীয় তলায় মোহাম্মদীয়া খানকা শরীফ আছে বলে স্থানীয়রা জানান। তিনি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি বলেও জানা গেছে।
এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি খুনের ঘটনায় সৃষ্টি চাঞ্চল্যের মধ্যেই আরো এক গুরুত্বপূর্ণ ব্যক্তি খুনের শিকার হলেন। বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, পিডিবির এক কর্মকর্তা খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। জানা গেছে, ইতোমধ্যে ঘটনাস্থলে সিআইডির একটি টিঁমও সেখানে পৌঁছেছে।