সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের চারটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত বগি উদ্ধার করার পর রোববার দিবাগত রাত ১২টা থেকে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবদুর রাজ্জাক। তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং কুলাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিকে উদ্ধার করা হয়।
রোববার রাত ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।