বালাগঞ্জে ছাত্র জমিয়তের ঈদপূর্নমিলনী অনুষ্ঠিত

p02.10বালাগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদপূর্নমিলনী ও উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য প্রয়াত মাওলানা কামাল হুসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় মোরার বাজারস্থ অস্থায়ী কার্য্যালয়ে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা লায়েক আহমদের সভাপতিত্বে এবং থানা শাখার সাবেক সেক্রেটারী হাফিজ খালেদ আহমদের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য জমিয়ত নেতা মাওলানা মুক্তার হোসেন।
প্রধান বক্তার ছিলেন সিলেট জেলা জমিয়তে উলামার কর্মপরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওসমানী নগর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুস ছালাম, বালাগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আলী হুসাইন, বদরুল ইসলাম, আশরাফ আলী প্রমুখ।
সভায় বক্তরা বলেন, দেশ ও জাতির কান্তি লগ্নে হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বের বিকল্প নেই। বিশ্ব-বরণ্য উলামায়ে কেরামগনের সংগঠন জমিয়তের নেতাকর্মীরা মানুষের ন্যায্য অধিকার রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে। পরে বালাগঞ্জ উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য প্রয়াত মাওলানা কামাল হুসেনের মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।