নবীগঞ্জে দাড়ানো ট্রাকে হানিফ পরিবহনের ধাক্কায় শিশুসহ নিহত ৫ আহত ৩০
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের নিকটে গতকাল শুক্রবার রাত ১০ টায় রাস্তায় দাড়ানো ইট বোঝাই একটি ট্রাকের সাথে বেপরোয়া গতির সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস সংঘর্ষ বাধলে যাত্রীবাহি বাসটি প্রায় দ্বিখন্ডিত হয়ে যায়। এতে বাসের যাত্রী শিশুসহ অন্তত ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এর মধ্যে আরো অন্তত ৩০ জনকে আংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। এ ঘটনার পর মহাসড়কে প্রায় ২ ঘন্টা সময় যাচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার ব্রীগেডের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্বার করে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরেজমিনে জানাযায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে ইট বোঝাই একটি ট্রাক নং (ঢাকা মেট্রো ট ১৬-২৮৫৫) যান্ত্রিক ত্রুটির কারনে মহাসড়কের এক পাশে দাড় করিয়ে মেরামত করা কালিন সময়ে প্রায় ১০টার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বেপরোয়া গতীর বাস নং (ঢাকা মেট্রো ট- ১৪-৮৩১৯) ট্রাকের পিছনদিকে ধাক্কা দিলে যাত্রীবাহি বাসটি প্রায় দ্বিখন্ডিত হয়ে যায়। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহতসহ ঘটনাস্থলেই এক শিশুসহ অজ্ঞাতনামা ৫জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে এলাকাবাসীর ধারনা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার পর স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, ফায়ার ব্রীগ্রেডের সম্মিলিত প্রচেষ্টায় নিহত ও আহতদের উদ্বার করা হয়। এ সময় মহাসড়কে প্রায় ২ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ সংবাদপত্রে এক প্রদত্ত বিবৃতি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে করেছেন।