সিলেট মহানগর বিমানবন্দর থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
ত্যাগের সর্বোচ্চ ইতিহাস সৃষ্টির মাধ্যম এদেশে ইসলামী আন্দোলনের ভীত আরো মজবুত হবে
—–মো: ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম মিল্লাতকে যে ত্যাগের শিক্ষা দিয়ে যায়। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুমিনদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশে ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্ব নির্মুলের সুগভীর ষড়যন্ত্র চলছে। এব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে গণমানুষের প্রিয় কাফেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষাকে কাজে লাগিয়ে ত্যাগের সর্বোচ্চ ইতিহাস সৃষ্টির মাধ্যমে হলেও এদেশের সবুজ ভু-খন্ডে ইসলামী আন্দোলন চুড়ান্ত সফলতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি গতকাল বুধবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা জামায়াতের আমীর মুফতী আলী হায়দার এর সভাপতিত্বে, সেক্রেটারী ক্বারী আলা উদ্দিন ও সহকারী সেক্রেটারী মাহমুদুর রহমান দিলওয়ার-এর যৌথ পরিচালনায় অুনষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর শিবিরের সাবেক সভাপতি নুরুল মতিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা আব্দুস শহীদ, আ.ফ.ম শফিকুল ইসলাম, ওবায়দুল হক শাহীন, মাওলানা আব্দুল লতিফ, ওলীউর রহমান, মাওলানা সাব্বির আহমদ, আনোয়ার হোসাইন, কাজী নাজমুল ইসলাম, তাজুল ইসলাম ও জিল্লুল হক প্রমুখ।
কোতয়ালী পশ্চিম থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী
সিলেট মহানগরীর কোতয়ালী থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার নগরীতে অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর মাওলানা আব্দুল মাওলানা আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. আজিজুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আব্দুর রব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা শফিকুল আলম মফিক, ইফতেখার আহমদ ও সিরাজুল ইসলাম প্রমুখ।