সিলেট ছাত্রদলের বিদ্রোহীদের জরুরী বিবৃতি
বিদ্রোহী ছাত্রনেতাদের বিরুদ্ধে চলমান শিষ্টাচার বিবর্জিত অপপ্রচারের দায়ভার তাদের দোসরদেরকে বহন করতে হবে
——-সিলেট ছাত্রদল
বিভিন্ন মিডিয়ায় ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে সিলেট ছাত্রদলের কিংবদন্তি ছাত্রনেতা রেজাউল করিম নাচন সহ সিনিয়র ছাত্রনেতাদের বিরুদ্ধে চলমান শিষ্টাচার বিবর্জিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার এক যৌথ বিবৃতিতে কতিপয় ছাত্রদল নামধারীদের হুসিয়ার করে সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর সিলেটের ছাত্রদলকে সংগঠিত করতে যেসব ছাত্রনেতাদের অবদান অনস্বীকার্য এমন নেতৃবৃন্দের বিরুদ্ধে শিষ্টাচার বিবর্জিত অপপ্রচার সিলেটের ছাত্রসমাজ মেনে নেবেনা। নিজেদের পাহাড়সম ব্যার্থতা ঢাকতে কতিপয় পদধারী ছাত্রনেতা পদবিহীন নামপরিচয় বিহীন কতিপয় কুলাঙ্গারদের দিয়ে কালজয়ী ছাত্রনেতা রেজাউল করিম নাচন সহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে শিষ্টাচার বিবর্জিত অপপ্রচার চালাচ্ছেন এর ফলে সৃষ্ট যে কোন অনাকাঙ্খিত ঘটনার দায়ভার তাদেরকেই বহন করতে হবে। তারা বলেন, যাদের দলে ন্যুনতম সদস্য পদটুকুও নেই তারা নামে-বেনামে বিভিন্ন আইডি ব্যবহার করে সিনিয়র ছাত্রনেতাদের চরিত্র হননের ঘৃন্য খেলায় মেতে উঠেছেন তাদের দোসরদেরকে ইতিহাস কখনো ক্ষমা করবেনা। ছাত্রদলে কোন কুলাঙ্গার ও অভদ্রদের স্থান হতে পারে না। যারা সিনিয়রদের সম্মান করতে জানেনা তাদের মদদদাতারা কোনভাবেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারেনা।
বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না প্রমুখ।