জাতিসংঘ ও হোটেল হিলটনের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও কোয়ালিশনের বিক্ষোভ
নিউইয়র্ক থেকে এনা। গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং ম্যানহাটানের হিলটন হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনায় ভাষণ দিচ্ছিলেন সেই সময় যুক্তরাষ্ট্র বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠন এবং বাংলাদেশী আমেরিকান কোয়ালিশন বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন করে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ
সভাপতি গিয়াস আহমেদ, সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করে। বিক্ষোভ সমাবেশে তারা শেখ হাসিনাকে অবৈধ সরকার হিসাবে অভিহিত করে অবিলম্বে পদত্যাগ করে নিরক্ষেপ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এ ছাড়াও তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান এবং মানুষ হত্যার পোস্টার তুলে ধরেন। এ সময় তারা শেখ হাসিনাকে খুনি এবং গণতন্ত্র হত্যাকারী হিসাবে অভিহিত করে বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বিএনপি নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী, হেলাল উদ্দীন, ফিরোজ আহমেদ, এমলাক হোসেন ফয়সল, শামসুল ইসলাম মজনু, শরীফ লস্কর, এম বাসেদ রহমান, এডভোকেট কাইয়ুম চৌধুরী, আব্দুর রহিম, ড: তারেক জামান, এবাদ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, নুরুল আমিন পলাশ, যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী , সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, সরোয়ার খান বাবু, কাজী আমিনুল ইসলাম স্বপন, রেজাউল আজাদ ভুইঞা, শামীম মাহমুদ, শেখ হায়দার আলী, সৈয়দ এনাম আহমদ, আব্দুল করিম, মোহাম্মদ ইউসুফ আলী, এডভোকেট মোত্তাসিম বিল্লাহ লোটাস , ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম, এম এ, বাসিত , ফয়েজ আহমদ চৌধুরী, শোয়েব আহমদ চৌধুরী, রাফেল তালুকদার, রফিকুল ইসলাম ডালিম, ছাইদুর খান ডিউক, মোহাম্মদ আরশাদ খান, নাজিম চৌধুরী রিংকু, ফেরদৌস আলম, মোহাম্মদ হিমু, মোহাম্মদ খান মিশু, এ. জসিম উদ্দীন, কামরুল হাসান জিন্নাহ, কাজী মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মনজুরুল করিম তুহিন, সৈয়দ আজিজুর রহমান, সাইফ চৌধুরী, শামসুল হক রিপন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, ছাত্র দলের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা আজাদ বাকির ও নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্যাহ আতিকুর রহমান, সেলিম রেজা প্রমুখ।