ছাতকে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে একটি পণ্যবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। বুধবার সকালে সুনমাগঞ্জ-ছাতক সড়কের তাজপুর নামক স্থানে এ দর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গোবিন্দগঞ্জ বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা ছাতক যাচ্ছিল। পথিমধ্যে তাজপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।