নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট ১৭শ কোটি রুপির কাজ পেলো ভারতের কোম্পানি
সুরমা টাইমস ডেস্কঃ এশিয়ার বৃহত্তম গ্যাসক্ষেত্র নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ডে ১৭শ’ কোটি রুপি ব্যয় সাপেক্ষ ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারতের র্শীর্ষস্থানীয় পুরকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টারবো (এল অ্যান্ড টি)। গতকাল (১৬ সেপ্টেম্বর) দি হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের মূল দায়িত্ব জাপানের মারুবেনি কর্পোরেশনে। ভারতের কোম্পানিটিকে মারুবেনি কাজটি বাস্তবায়ন করার চূড়ান্ত আদেশ দিয়েছে। রিপোর্টে বলা হয়, গ্যাসভিত্তিক ওই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের টেন্ডার মারুবেনি পেলেও এখন তারা টার্ন কি ভিত্তিতে কাজটি ভারতের কোম্পানিটিকে দিয়ে করাবে। এটা একটি সাব কন্ট্রাকটিং। বারোদা ভিত্তিক ভারতের কোম্পানিটি বলেছে, হবিগঞ্জে তারা প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটির ডিজাইন, স্থাপন ও চালু করা পর্যন্ত নিয়োজিত থাকবে। উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মারুবেনিকে দিয়ে ৪শ’ মেগাওয়াট প্লান্ট নির্মাণ ছাড়াও বলেছিল, বিবিয়ানায় তারা ২৫০০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো আলাদা আরেকটি ৪শ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। কারণ জন্ম থেকেই পিডিবি জনগণের টাকা কিংবা বিদেশী অর্থে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন করে আসছে।