নবীগঞ্জে কীর্তি নারায়ন কলেজে নবীন বরণ অনুষ্টিত

pic 28উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার নির্ভৃত পল্লীতে মেজর (অবঃ) সুরঞ্জন দাশের অর্থায়নে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্টান কীর্তি নারায়ন কলেজের নবীন বরণ অনুষ্টান গতকাল রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহের আলী মহালদারের সভাপতিত্বে এবং কলেজ অধ্যক্ষ আক্তার হোসেন টিটু’র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,প্রাক্তন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপ। কলেজ ছাত্র জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াত ও ছাত্রী রিতা রানী দাশের গীতা পাঠের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়। শুরুতেই নবীনদের উদ্দেশ্যে বরণ বাক্য পাঠ করেন কলেজের ছাত্রী সুমনা দাশ। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু,এমএ বাছিত,সরওয়ার শিকদার,উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান,শামীম আহমদ চৌধুরী,রুবেল মিয়া,রুহেল মিয়া,মুহিবুর রহমান,নারায়ন চন্দ্র দাশ,বিমল চন্দ্র দাশ,আশিষ চন্দ্র দাশ,জাহাঙ্গীর বখ্ত চৌধুরী,শ্রীরাম চন্দ্র প্রমূখ। অনুষ্টানে এমপি মুনিম চৌধুরী বাবু কলেজের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান, ১টি গভীর নলকুপ দেয়ার ঘোষনা দেন। উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী কলেজের গেইট নির্মানের প্রতিশ্র“তি দেন এবং পৌর মেয়র কলেজ প্রাঙ্গনে গাছা চারা রোপন করে দেয়ার ঘোষনা দেন।