নাসিরের সেঞ্চুরিসহ ৫ উইকেট, রুবেলের ৪

rubel-nasirসুরমা টাইমস ডেস্কঃ ভারত ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ। গত ম্যাচে ৯৬ রানে হেরেছিলো বাংলাদেশ।
শুক্রবার ব্যাঙ্গালোরে এই জয়ের মূল নায়ক ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ব্যাট হাতে তিনি করেছেন অপরাজিত ১০২ রান। আর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। নাসিরের পাশাপাশি রুবেল হোসেন নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতে তিনি ৯ রানে অপরাজিত থাকেন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান করে। পরে ভারত ব্যাটে নেমে শুরুতে ভালোই করছিলো।
তাদের দলীয় ৩১ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১১৯ রানে। তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ১৩৭ রানে। এরপর থেকে নাসির আর রুবেল নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। যার ফলে ৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস।