সিলেটে চা শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি পালনঃ সড়ক অবরোধ

tea_labour_bloakade tea_garden_unrest_সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের চা শ্রমিকরা সোমবার সিলেট তামাবিল সড়ক অবরোধ করে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত নবায়ন করার দাবিতে সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন শেষে তারা সদর উপজেলা কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখে।
সিলেট সদর উপজেলার খাদিম পাড়ার শাহপরান গেইট এলাকায় বড়জান চা বাগান, কালাগুল চা বাগান, বড়জান কারখানা, ছড়াগাং, গুলনী চা বাগান শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন সড়ক অবরোধ করে। পরে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ তাদের দাবী শোনেন এবং এব্যাপারে তাদের সাহায্যের আস্বাস দিলে তারা অবরোধ তোলে নেন।
অপর দিকে সিলেটের বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া বাজারে ৭টি বাগানের চা শ্রমিকরা অবস্থান নিয়ে এ কর্মবিরতি কর্মসূচি পালন করে। এ সময় চা শ্রমিকরা সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত নবায়ন করার জন্য বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কমিটির সভাপতি রাজু গোয়ালা, দিগল দোহা, জিতেন সবর, মদন গঞ্জু, দিপু গঞ্জু, দিলিপ কুর্মি প্রমুখ।
এদিকে জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগান, আছিবা নগর চা বাগান, বাঘ ছড়া চা বাগান, গঙ্গার জুল চা বাগানের শ্রমিকরা লালাখাল চা বাগান এলাকায় অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে। জাফলং চা বাগান শ্রমিকরা জাফলং চা বাগান এলাকায় অবস্থান নেয়। হাবিব নগর চা বাগান, আহমদ নগর চা বাগান, খাঁন চা বাগান চিকনাগুল বাজারে অবস্থান নিয়ে ২ঘন্টা কর্মবিরতি পালন করে।
অপরদিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া চা বাগান ও নুনছড়া চা বাগানের শ্রমিকরা লোভাছড়া চা বাগানে অবস্থান নেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) অন্তর্গত ৭টি ভ্যালি কমিটি এবং প্রতিটি চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে দেশের ২৪০টি (ফাঁড়ি বাগানসহ) চা বাগানে একযোগে এ কর্মসূচি পালিত করা হয়।
ইতোপূর্বে সম্পাদিত দুই বছরের চুক্তি দ্রুত নবায়ন না হওয়ায় প্রতিটি চা বাগানের পঞ্চায়েত কমিটির মধ্যে এখন বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। চুক্তিতে সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানের বিষয়টি সংযোজনের দাবি জানাচ্ছেন শ্রমিকরা।