হযরত শাহ্জালাল (রঃ) ৩৬০ আওলিয়া স্মৃতি পরিষদ গঠিত
আহবায় মো. ইসলাম আলী, সদস্য সচিব লোকমান হোসেন
উপমাহাদেশের ওলিকুল শিরোমনী সুলতানে বাঙ্গাল হযরত শাহ্জালাল মজররদ হয়েমনী (রঃ) ৩৬০ আওলিয়া শুভ আগমেন আমরা সিলেটবাসী গর্বিত। তাই হযরত শাহ্জালাল (রঃ)সহ ৩৬০ আওলিয়ার আদর্শকে ধরে রাখতে ও বিশ্বে হযরত শাহ্জালাল (রঃ)সহ ৩৬০ আওলিয়ার নামকে আরো ছড়িয়ে দিতে হযরত শাহ্জালাল (রঃ) ৩৬০ আওলিয়া স্মৃতি পরিষদ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল বন্দর বাজারস্থ সন্ধ্যাবাজার কমপ্লেক্স ৩য় তলায় বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হযরত শাহ্জালাল (রঃ) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রিয় সাধারন সম্পাদক ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যন মো. ইসলাম আলীকে আহবায়ক, লোকমান হোসেন কে সদস্য সচিব ও লাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সর্বজন গ্রহণযোগ্য লোকজনকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ মখন মিয়া চেয়ারম্যান বলেন, ওলিকুল শিরমনী, সুফি সাধক, হযরত শাহ্জালাল (রঃ) ইয়েমনী সঙ্গী ৩৬০ আওলিয়া পূর্ণভূমি সিলেটকে সরকারীভাবে আধ্যাতিœক রাজধানী ঘোষণার দাবীতে ভক্তবৃন্দ পরিষদের চলমান আন্দোলনকে এগিয়ে নিতে হযরত শাহ্জালাল (রঃ) ৩৬০ আওলিয়া স্মৃতি পরিষদ বলিষ্ট ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।