কাতারে নন রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশানের পরিচিতি সভা

NRBBAআনোয়ার হোসেন মামুন, কাতার থেকেঃ কাতার প্রবাসী ব্যাবসায়ীদের একমাত্র সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশান .এন.আর.বি.বি.এ. এর পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানী দোহা-সালিমার হোটেলে এ পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাস নিলয় এর পরিচালনায় । পরিচিতি সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ,উপদেষ্টা পিয়ার মোহাম্মাদ, সিনিয় সহ-সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, অর্থ সম্পাদক আসিম বিল্লাহ, প্রচার সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ, প্রবাসে শ্রমিক পাঠানোর আগে তাঁকে ভাষাজ্ঞানে দক্ষ করে বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষ একজন শ্রমিকের মান অনেক বেশি, কারিগরি শিক্ষার সঙ্গে ভাষাশিক্ষাও জরুরি প্রবাসে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এখন একটি অসম্ভব কল্পনা। আমরা কাতার থেকে যদি সবাই বিজনেস এসোসিয়েশানের মাধ্যমে ব্যবসায়ী হতে পারি, তবে বেকার সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব। যার যতটুকু পুঁজি আছে তা নিয়েই শুরু করা যায় ব্যবসা।
বক্তারা আরো বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।