১০ নং বাদেপাশা ইউপি স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গত ১১ই সেপ্টেম্বর, ২০১৫ ইং ১০ নং উত্তর বাদেপাশা ইউপি স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সমস উদ্দিন স্বপন, সভা সঞ্চালনা করেন, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন সবুজ আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন বাদেপাশা ইউপি বিএনপির সভাপতি সায়াদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল ছাত্তার, করিম আহমদ, যুগ্ম আহবায়ক আজিজ খান, দেলোয়ার হোসেন, সামাদুর রহমান অপু, মাহমুদুল হাসান বাচ্চু, আমুড়া ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন আহমদ, বাঘা ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান, সাধারন সম্পাদক সাবেল আহমদ, ভাদেশ্বর ইউপি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুমেল আহমদ, আব্দুল আলীম, মামুন, আসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান অর্নিবাচিত সরকার ভারতের নীল নকশা অনুযায়ী বাংলাদেশকে সিকিমের মতো বানাতে যা যা করনীয় তা করে যাচ্ছে। কিন্ত্ত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন কর্মী বেচে থাকতে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিনত হবেনা ইনশাল্লাহ্ । অবিলম্বে সিলেটের এক কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা এম.ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
সমস উদ্দিন স্বপনকে সভাপতি এবং মুহিবুর রহমানকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
পরিশেষে সবাইকে আগামী সংগ্রামে রাজপথে থেকে অনির্বাচিত সরকারের পতন নিশ্চিত করতে উদ্বাত্ত আহবান জানান।