মক্কায় ক্রেন ভেঙে নিহত কমপক্ষে ৮৭
সুরমা টাইমস ডেস্কঃ পবিত্র মক্কা শরীফে ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। গ্রান্ড মসজিদের ভিতরে বাংলাদেশের সময় রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৫৪ জন। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ কথা বলেছে। ওদিকে কুয়েত নিউজ এজেন্সি কুনা রিপোর্টে বলেছে, এ ঘটনা ঘটেছে প্রচ- বৃষ্টি ও তীব্র বাতাসের জন্য। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছে কর্তৃপক্ষের উদ্ধারকারী দল। স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সেখানে লাল সতর্কতা জারি করেছে। মক্কার রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, কমপক্ষে ৩৯টি এম্বুলেন্স পাঠানো হয়েছে সেখানে। নিহতরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি। এমনিতেই শুক্রবার পবিত্র কাবা শরিফ মুসল্লিতে ভরপুর থাকে। তার ওপর এখন হজ মওসুম। ফলে এদিন কাবা শরিফ ছিল মুসল্লিতে কানায় কানায় ভর্তি। ক্রেন ভেঙে তাতে নিহতদের মধ্যে বেশির ভাগই হজযাত্রী বলে মনে করা হচ্ছে। সামাজিক মিডিয়ায় যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে হজযাত্রীদের রক্তাক্ত দেহ। তাদের সাদা কাপড় রক্তে লাল হয়ে আছে। যেখাবে মসজিদের ভিতরে ক্রেন ভেঙে পড়েছে সেখানে পড়ে আছে লাশ। এমনিতেই সৌদি আরব বিশ্ব মুসলিমদের এই পবিত্র হজকে সুসম্পন্ন করার জন্য পূর্ব প্রস্তুতি শেষ করেছে আগে। গত বছর গ্রান্ড মসজিদের সম্প্রসারণ কাজের জন্য হজযাত্রীদের নিরাপত্তায় সমস্যা হতে পারে এমন বিবেচনায় সৌদি আরব হজযাত্রীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। গত কয়েক বছর পবিত্র হজে কোন রকম দুর্ঘটনা ঘটে নি। হজ যাতে নিরাপদে সম্পন্ন হয় সে জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে পরিবহন খাত, অবকাঠামোর উন্নয়ন। বর্তমানে পবিত্র এ মসজিদ ৪ লাখ বর্গমিটার আয়তন বর্ধিত করার কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে ২২ লাখ মুসল্লি এক সঙ্গে সেখানে সমবেত হতে পারবেন। আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এ সময়ে সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি সমবেত হবেন সৌদি আরব তথা মক্কায়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন কয়েক লাখ হজযাত্রী। মক্কা থেকে আল জাজিরার সাংবাদিক হাসান পাতেল বলছেন, প্রত্যক্ষদর্শীরা তাকে বলেছেন স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে গ্রান্ড মসজিদের তৃতীয় তলায় ওই ক্রেনটি ভেঙে পড়ে। এ সময় মসজিদ ছিল মুসল্লি ও হজযাত্রীতে ঠাসা। কারণ, কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা মসজিদে অবস্থান করা শুরু করেছিলেন।
https://www.youtube.com/watch?v=wUgmTO88clc