বক্তব্য প্রত্যাহার করে অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ, শিক্ষকদের আন্দোলনে ‘বিস্ময়’
সুরমা টাইমস ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার ‘শিক্ষকরা জ্ঞানের অভাবে আন্দোলন করছেন’ মর্মে যে বক্তব্য দিয়েছিলেন তা আজ প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে দুঃখও প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, আমার বক্তব্যে অবশ্যই শিক্ষকদের মানহানি হয়েছে। এজন্য আমি দুঃখিত। তিনি বলেন, ‘আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি, তাতে তাদের অবশ্যই মানহানি হয়েছে। কারণ, ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাৎ রয়েছে।’
এর আগে বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। ওই বক্তব্যের জন্য আবুল মাল আবদুল মুহিতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
বেতন কমিশনের সুপারিশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও এ ইস্যুতে শিক্ষকদের আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, আমি আমার বক্তব্য সম্পর্কে খুবই দুঃখিত। তবে বিস্মিত যে, তারা সরকারের সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে চলে গেছেন।’
আজকের সংবাদ সম্মেলনের পর আন্দোলন কর্মসূচী থেকে সরে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমার বিনীত অনুরোধ, শিক্ষকরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেবেন। দেশে যে শান্তি বিরাজ করছে তা অব্যাহত রাখতে সহেযাগীতা করবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলতে চেয়েছিলাম, তারা প্রকৃত সুপারিশ এবং সর্বোপরি সরকারের সিদ্ধান্ত না জেনেই আন্দোলনে নেমে গেছেন। শিক্ষকরা আন্দোলনে চলে গেছেন যখন তারা পুরো বিষয়টি সম্মন্ধে অবগত ছিলেন না। তারা জানতেন না যে, সিদ্ধান্ত কি হচ্ছে এবং সেই অবস্থায়ই আন্দোলনে চলে গেছেন। আমার বলা উচিত ছিলো, তাদের আন্দোলনটি তাদের অনবহিতির জন্য, তারা সঠিক তথ্য জানতেন না বলে।’