বিশেষ সম্মাননা পদক পেলেন সুরমা টাইমস’র রাজু
সুরমা টাইমস ডেস্কঃ দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদে বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে বিশেষ সম্মাননা পদক গ্রহন করেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনি ও সুরমা টাইমস’র মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমান রাজু।
গত শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে (দোতলায়) ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্রের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী মরহুম আবুল ফজল চৌধুরী স্মরণে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামিক ফান্ডেশনের উপ পরিচালক ডঃসৈয়দ শাহ ইমরান।
এতে প্রধান অথিতি ছিলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রনালয় এবং পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মোঃ মাহবুব আলী, জাতীয় প্রেসকাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, কমনওয়েথ জার্নালিস্ট এসোসিয়েশন এর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হাসান শাহরিয়ার, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার উপদেষ্টা ডাঃ সি এম দেলোয়ার রানা।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাধানে ছিলেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুর রহমান আদিল।