চুনারুঘাটে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রসাশনের উদ্যোগে ২দিন ব্যপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এর আগে চুনারুঘাট পৌর শহরে একটি র্যালী অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মস্তোফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তার মামুন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত ডিজিটাল মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছূ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া খাতুন, টিএইচও ডাঃ দেবাশীস দেবনাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মাদ জুনাইদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, মাওলানা তাজুল ইসলাম, ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো্ ঃইসমাইল হোসেন বাচ্চু, অবসর প্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এমএ মতিন চৌধুরী, প্রধান শিক্ষক আঃ আউয়াল, সাংবদিক এস এম সুলতান খান ও খন্দকার আলাউদ্দিন ও হাফিজ আহমদ তালুকদার প্রমুখ। উক্ত মেলায় উপজেলা প্রশাসন, সাংবাদিক ও নিউজ পোর্টাল সেন্টার, ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ২নং আহম্মদাবাদ ডিজিটাল সেন্টারের ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, কয়েকটি স্কুল ও বিভিন্ন ট্রেনিং সেন্টারসহ ১৫টি স্টল মেলায় বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।