কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন : বিলীন হচ্ছে ঘরবাড়ি ও স্থাপনা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। মাটিখেকো চক্র অবৈধ আয়ের উদ্দেশ্যে নদীতীর হতে হাইড্রলিক ড্রেজার দিয়ে অবিরাম বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছে। ফলে এলাকায় নদীভঙ্গন ভয়াবহ আকার ধারন করছে। বাস্তুহারা হতে চলেছে শত শত পরিবার। নদীগর্ভে বিলীন হতে চলেছে বহু কৃষিজমি ও স্থাপনা। এলাকাবাসী অবৈধবালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিতে বুধবার (৯সেমপ্টেস্বর) জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়ন এলাকাধীন কুশিয়ারা নদী থেকে হাইড্রলিক ড্রেজার দিয়ে অবাঁধে ও নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে একদল বালুখেকো। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে হামলা-মামলা দিয়ে জেলে প্রেরনসহ নানা প্রকার ভয়ভীতি দেখানো হয়। এ অবস্থায় এলাকাবাসী তাদের বসতবাড়ি, কৃষি জমিসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।