ফতেহ্পুর ফুলকুড়িঁ স্পোর্টিং কাব-এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহ্পুর ইউনিয়নের বাংলা বাজার ফুলকুড়িঁ স্পোর্টিং কাব-এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাংলাবাজারে কাবের অস্থায়ী কার্যালয়ে একমত বিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. ইসলাম আলী নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। মো. আব্দুর রাজ্জাককে সভাপতি ও মো. আমির উদ্দিন সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমদ, কোষাধক্ষ্য মামুনুর রশীদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-প্রচার সম্পাদক আল-আমিন, সদস্যরা হলেন, নাসির উদ্দিন, মাসুক আহমদ, সাজ্জাদুর রহমান, সোহেল আহমদ, কামাল আহমদ, মোস্তাফিজুর রহমান, চাঁন মিয়া, শিমুল আহমদ, নাসির উদ্দিন, সমসুদ্দিন, ফয়ছল আহমদ, জাহাঙ্গীর আলম, ইয়াহিয়া রহমান, ইমাম উদ্দিন, মাহমুদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইসলাম আলী বলেন, নব গঠিত ফুলকুড়িঁ স্পোর্টিং কাব এর নেতৃবৃন্দ খেলাধুলার পাশাপাশি ফতেহ্পুর ইউনিয়নের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখবে, সংগঠিত হলে সংগঠকরা সাধারন জনগণের উপকারে আসে। যত বেশী সামাজিক সংগঠনের উদ্ভব ঘটবে ততই সমাজের উন্নয়ন তরান্বিত হবে।