সিলেট কোম্পানীগঞ্জ সড়কে বাস ডাকাতির ঘটনায় বাস-মিনিবাস মালিক সমিতির নিন্দা
সিলেট কোম্পানীগঞ্জ সড়কের তেলিখান ও কাটাগাং ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাতে দু’দফা ডাকাত দলের হামলা গুলিবর্ষনও লুঠপাটের ঘটনায় সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইঘাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক ও সাধারন সম্পাদক আলহাজ্ব কলমদর আলী সহ সমিতির নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক প্রতিবাদ লিপিতে বলেন, বাসটির চালক যথা সময়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশকে ডাকাতদের বিষয়ে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নি। ডাকাতরা চলে যাওয়ার অনেক পরে তারা ঘটনাস্থলে আসে। যে কারনে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়। বাস মালিক সমিতি অবিলম্বে এ সকল দুর্ধর্ষ ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। যাত্রী সাধারন জনগণ নির্বিগ্নে চলাচল করার জন্য উপযুক্ত ব্যবস্থা ও রাস্তায় সার্বক্ষনিক পুলিশ টহলের জন্য অনুরোধ জানান। অন্যথায় বাস মালিক সমিতি কঠোর কর্মসুচি ঘোষনা করতে বাধ্য হবে।