গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এনডিএফ’র বিক্ষোভ মিছিল
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিন্ধান্ত জনগনের সাথে সরাসরি বিরুদ্ধে অবস্থানের সামিন। এই সিন্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনডিএফ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। আজ ২৯ আগষ্ট বিকাল ৫টায় সিলেট নগরিতে এক বিক্ষোভ মিছিল পরবর্তি এক সভায় এই দাবি জানানো হয়। সিলেট নগরির মহাজনপট্টি কার্যালয় থেকে বের হওয়া মিছিল নগরির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ সুরুজ আলী। বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা আহবায়ক নুরুল ইসলাম মকবুল। মহানগর যুগ্ম আহবায়ক এডভোকেট জাহাঙ্গির আলম। জাতীয় ছাত্রদল শাবি শাখার সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ।