জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আব্দুল হান্নান শায়খে পাগলার মৃত্যুতে শোক

Maolana Abdul Hannanজমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ ও সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার শায়খুল হাদীস, প্রবীণ আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুল হান্নান (রহ.) শায়খে পাগলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামা ইউকের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জমিয়তে উলামা ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, জমিয়তে উলামা ইউকের সহ সভাপতি মুফতি সাইফুল ইসলাম, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জি, মাওলানা শাহ আমিনুল ইসলাম, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ সেক্রেটারী মাওলানা আব্দুছ সালাম, মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ, মাওলানা নাজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা জয়নাল আবেদিন, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাসুদুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা আশফাক আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা মুখতার হুসাইন, সহ প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা সৈয়দ তালহা আব্দুল¬াহ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, জমিয়তে উলামা ইউকের সদস্য মাওলানা আবদুল্লাহ, আবু তাহের চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, জমিয়তে উলামা লন্ডন শাখার সহ সভাপতি মাওলানা আবদুল করিম, মাওলানা শামছুল হক ছাতকী, জমিয়তে উলামা ওয়েস্ট লন্ডনের সভাপতি মাওলানা শরিফ খান, সহ সভাপতি মাওরানা শামছুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শায়খে পাগলা গত ১৫ সেপ্টেম্বর সোমবার নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন-আমিন।

সংক্ষিপ্ত পরিচয়: দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকার ইনাত নগর গ্রামে তিনি ১৩৪০ বাংলায় জন্ম গ্রহণ করেন। পিতার নাম মুন্সি আব্দুল হাকিম। বিশ্ব বিথ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে ৬ বছর লেখাপড়া করে ১৩৭৯ হিজরী সনে শায়খে পাগলা দাওরায়ে হাদীস উত্তীর্ণ হন। দেওবন্দ থেকে দেশে ফেরার পর প্রথমে জামিয়া হোসাইনিয়া গহরপুর ১ বছর, জাওয়াবাজার ১ বছর,গনেশপুর ২ বছর, সিলেট সদরের রশীদিয়া (বর্তমান আলিয়া মাদ্রাসা) ও দেউলগ্রাম মাদ্রাসায় প্রায় ৭/৮ মাস, গলমুকাপন মাদ্রাসা ২ বছর, সৈয়দপুর মাদ্রাসায় ৮ বছর, বিশ্বনাথ মাদানীয়ায় ৩ বছর এর পরে জাওয়া বাজারে একনাগারে ১৬ বছর শিক্ষকতার মহান পেশায় দায়িত্ব পালন করেন। ১৩৯৩ বাংলায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার সন্নিকটেই একটি মাদ্রাসা প্রতিষ্ঠাকরেন। এছাড়া সুনামগঞ্জের দরগাহপুরে ৪ বছর, জামিয়া আব্বাসিয়া কৌড়িয়ায় খন্ডকালিন শায়খুল হাদীস, সিলেটের মানিকপীর রোডস্থ দারুল হাদীস আল মাদানীয়া খেলাফত বিল্ডিংএর শায়খুল হাদীস ছিলেন।
কওমী মাদ্রসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাশের সাবেক নির্বাহী সভাপতি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের র্শীষ মুরুব্বী ছিলেন। আধ্যাত্মিক ময়দানে তিনি শায়খে কৌড়িয়ার খলিফা ছিলেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সালের ২৯ মার্চ পর্যন্ত তিনি এদারার নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন। এর পুর্বে সহসভাপতি এবং মৃত্যুঅবধি এদারার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক ময়দানে তিনি শায়খুল ইসলাম মাদানী (র) এর আদর্শ অনুস্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাথে আজীবন জড়িত ছিলেন। সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের উপদেষ্টা হিসেবে ও ছিলেন।