বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল-সমাবেশ

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গতকাল সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে অবরোধের সমর্থনে উপজেলা শহরে মিছিল বের করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মো. আব্দুল হাই, বশির আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, তাহিদ মিয়া চেয়ারম্যান, কলমদর আলী, জামাল আহমদ, আজাদ আলী, মাসুম আহমদ মারুফ, সিহাব আহমদ, সালাম মেম্বার, তজম্মুল আলী, ইকবাল হোসেন, গণি শাহ, আব্দুর রাজ্জাক, আলী হোসেন, জলালউদ্দিন, মতছির আলী, আলাউদ্দিন, মোতাহির আলী, যুবদলের যুগ্ন-আহবায়ক সুরমান খান, নানু মিয়া, মুসলিম আলী, কাওছার আহমদ তুলাই, আব্দুল লতিফ, নজির আলী, আব্দুল মোমিন মামুন, গোবিন্দ মালাকার, বাবুল, সালেহ, আব্দুর রব, মাসুক মিয়া, আবু তৈয়ব, শামিম আহমদ, জাহেদ, সোহাগ, সেলিম, আফিজ আলী, আরশ আলী, কালাম, লায়েক আহমদ, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ন-আহবায়ক ইউসূফ খান আক্তার, আব্দুল হাসিব, তাজউদ্দিন আহমদ কিনু, আহমদ আলী, ফটিক মিয়া, শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক আনসার আলী, শানুর আলী, সালাম, বশির, ইয়াকুব, ফজল প্রমুখ।

ছাত্রদলের বিদ্রোহী কমিটি মিছিল-সমাবেশ

বিশ্বনাথে অবরোধের সমর্থনে ছাত্রদল বিদ্রোহী কমিটির উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা নতুনবাজারস্থ অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে গোলচত্তরে এসে পথ সভায় মিলিত হয়। ছাত্রদলের বিদ্রোহী কমিটির আহবায়ক শাহ আমিরউদ্দিনের সভাপতি ও সদস্য সচিব আজাদুর রহমান আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুনায়েম খান, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম। বক্তব্য রাখেন, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান, আমিরউদ্দিন, আবদুস শহিদ, নাজিমউদ্দিন, মুহিবউদ্দিন, সোহাগ,আবদুল মুমিন, হিরা মিয়া। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবদুল গণি, আবদুর রাজ্জাক, ইউনুছ আলী, মাসুক মিয়া, আবদুল আজিজ, তজম্মুল আলী, আনোয়ার আলী, যুবদলের যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, শামীম আহমদ, আক্তার হোসেন, জাহেদ আহমদ, হাসমত আলী, সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক জোয়াদ আলী, কিনু মিয়া, শ্রমিকদল নেতা আছকির আলী, শানুর আলী, ছাত্রদল নেতা খালেদ আহমদ, মজনু মিয়া, ওয়াসিম,হেলাল, খালেদ, হেলাল মিয়া, হামিদ সিকদার, আবদুল কাইয়ুম, ছালিক, শিমুল, সাহেল আহমদ, জুবায়ের, শুয়াইব, মাসুম, রাহেল, এনামুল হক, আবদুল্লা,শাহ সায়েদ, সাহাব, শাহ নিজাম, নাজিমউদ্দিন, আসমত, ছোরাব, নাজমুল, ফয়ছল, তসলিমউদ্দিন, আজিজুল, রোকন, পাবেল, আবদুল, কাইয়ুম প্রমূখ।