ওসমানীনগর উপজেলা উপজেলা চেয়ারম্যানকে সকল দলীয় কর্মকান্ড থেকে অব্যাহতির সিদ্ধান্ত
সিলেট জেলা ওসমানীনগর উপজেলা বিএনপির এক যৌথসভা সম্প্রতি গোয়ালাবাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোতাহির আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান মানিক-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায়- বিএনপি মনোনীত বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া গত ১৫ আগষ্ট ওসমানীনগর উপজেলায় অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখায় এছাড়া তিনি সরকার দলীয় বিভিন্ন কর্মসুচীতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে আসছেন বিধায় ওসমানীনগর বিএনপি নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হয়ে তাকে দলীয় কর্মকান্ড থেকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহন করেছে। দলীয় শৃ্খংলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কার্যকর ব্যাবস্থা নিতে সিলেট জেলা বিএনপির প্রতি সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ ইয়াহিয়া, দয়ামীর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল ইসলাম রেনু, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ কয়ছর আহমদ,পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন, সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রব আল মামুন, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি সুলেমান আলী, উসমানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুক্তার আহমদ বকুল, দয়ামীর ইউনিয়ন বিএনপি সাধারন আলাউদ্দিন আহমদ, পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল আজিম, উসমানপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আবু জাফর মোজাফ্ফর, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক বদরুল ইসলাম, সাদীপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম-সম্পাদক হাজী আব্দুর রব প্রমুখ। বিজ্ঞপ্তি