নতুন প্রজন্মকে নজরুলের চিন্তায় আদর্শকে ধারন করে এগিয়ে যেতে হবে
নজরুল একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রফেসর ড. সুশান্ত কুমার দাস
নজরুল একাডেমী আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য ড. সুশান্ত কুমার দাস বলেছেন, আমাদের সংগ্রামে সাহসে নজরুল অনন্ত অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, বাঙালী মুক্তির সংগ্রামে নজরুল সৃষ্টি আমাদের উদ্দীপ্ত করেছে। ড. সুশান্ত বলেন, আমৃত্যু নজরুল নিপিড়িত শোষিত মানুষের পক্ষে কথা বলেছে। অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েছেন প্রতিটি রচনায়। তাই নতুন প্রজন্মকে নজরুলের চিন্তায় আদর্শকে ধারন করে এগিয়ে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমির সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমদ দ্বীন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নজরুল একাডেমী কার্য নির্বাহী সদস্য প্রভাষক প্রনব কান্তি দেব। আলোচনা সভায় জাতীয় কবি নজরুল’র জিবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক লোকমান আহমদ, নজরুল একাডেমীর অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড ধীরেন সিং, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক ডা. বিরেন্দ্র লাল দেব, গণতান্ত্রীপার্টির জেলা সম্পাদক মোঃ আরিফ মিয়া, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, রাজনীতিবীদ ব্রজ গোপাল চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক শামসুল বাসিত শেরো, নজরুল একাডেমীর নির্বাহী সদস্য আহমদ জুলকার নাইন, ফখরুল ইসলাম, মাহবুব চৌধুরী, ফয়ছল ইউসুফ, মাহবুবুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থাপিকা নন্দিতা দে, লাকী চক্রবর্তী, স্বপন বর্মন, বাশার আহমদ, শান্ত দে প্রমূখ।
আলোচনা সভা শেষে নজরুল একাডেমী শিক্ষার্থীসহ বিভিন্ন শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।