আবারো সাংবাদিকদের হুমকি দিলেন মহসিন আলী

Sayed Mohsinসুরমা টাইমস ডেস্কঃ আবারো সাংবাদিকদের হুমকি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সতর্ক হয়ে লেখালেখি করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন- না হলে তথ্য-প্রযুক্তি আইনে অনেকেরই জীবন বিপন্ন হতে পারে।
বুধবার বিকালে নরসিংদী সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সৈয়দ মহসিন আলী বলেন, এখন যদি আপনারা মনে করেন এই দেশটা আমরা এমনি বানিয়েছি আমাদের পরিশ্রম নাই, আর আপনারা যা ইচ্ছা তা লিখে যাবেন আর আমরা আপনাদেরকে ইয়ে করব। এইটা… এক কম্পিউটার দিয়ে মিথ্যা করে একজন মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে দেবেন আর আপনাদেরকে ছেড়ে দেবে মন্ত্রী- সে কথা ভাববেন না। খুব সতর্ক হয়ে লেখালেখি করবেন।
রানা প্লাজার দুর্ঘটনার খবর ও দৃশ্য ঘন ঘন দেখিয়ে টেলিভিশন চ্যানেলগুলো সারাবিশ্বে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুন্ন করেছে- এমন অভিযোগ করে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা দেশের যখন ক্ষতি করতে পারেন। রানা প্লাজা করে আপনারা সারা বিশ্বের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে দিয়েছেন। রানা প্লাজার মতো ঘটনা… টুইন টাওয়ার যদি আমেরিকাতে হয়ে থাকে। কয়টা লাশ দেখেছেন? আপনারা যে বারবার টেলিভিশনে এবং সংবাদ মাধ্যমে লাশ দেখিয়েছেন… যার জন্য আমাদের কোটা সিস্টেম তুলে দিল আমেরিকা। দেশাত্ববোধ যদি থাকত আপনাদের তাহলে এই কাণ্ডটা করতেন না।
সৈয়দ মহসিন আলী আরো বলেন, বিশ্বব্যাংক আমাদের সঙ্গে বেঈমানি করেছে। আমরা নিজেদের পয়সার আজকে পদ্মা সেতু করছি। আমাদের নেত্রীর সে সাহস ছিল বলে আজকে পদ্মা সেতু হয়ে যাচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে সিলেটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের একইভাবে হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে বলেছিলেন, ‘এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পার!’ পরে অবশ্য এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।