এস আই ইউ এর ফল -২০১১ সমাপনি অনুষ্টান সম্পন্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ফল-২০১১ সমাপনি অনুষ্টান গত সোমবার ভার্সিটি ক্যাম্পাসে অনুষ্টিত হয়। বিদায়ী অনুষ্টানের প্রথমে আলোচন সভা অনুষ্টিত হয় উক্ত আলোচনা সভায় উপস্হাপন করেন বিদায়ী শিক্ষার্থী শুভ ও পপি কর। বিদায়ী শিক্ষার্থীর তুমুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এ অনুষ্টানের সভাপতিত্ব করেন মানবীক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়াইজুর রহমান। অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সুশান্ত কুমার দাস। বিশেষ অথিতি হিসাবে ছিলেন ব্যাবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর রুহুল আমিন,বিঞান বিভাগের ডিন ঋশি ঘোশ, প্রফেসর আব্দুল লতিফ, সহকারী প্রক্টর প্রনব কান্তি দে, ইংরেজী বিভাগের প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির। অনুষ্টানের শুরুতেই প্রয়াত প্রক্টর ও বিভাগিয় প্রধান আইন এড।জওহর লাল দাস ও বিদায়ী শিক্ষার্থী প্রয়াত সুমন দাসের প্রতি শ্রদ্বা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর ই পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী মারুফ ও গীতা পাঠ করেন সমিত্র।শুভেচ্ছা বক্তব্য রাখেন আইন বিভাগের দ্বিতিয় বর্ষের ছাত্র সালমান আহমেদ চৌধুরী। প্রিয় শিক্ষক-শিক্ষিকা,ভাই-বোন,কর্মচারী ও ক্যাম্পাসের প্রতি শ্রদ্বভাা ও ভালবাসা প্রকাশ করে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ইলিয়াছ আহমেদ পুনম,আউয়াল আহমেদ সুহান,নয়ন রায়,নাহিদ,ময়নুল,লিটন, আনিছ। শিক্ষার্থীদের উদ্দেশো নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাবসা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ, বিঞান বিভাগের ডিন ঋশি ঘোশ,সহকারী প্রক্টর প্রনব কান্তি দেব,সেকসন অফিসার বিপ্রেশ। আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদেরকে হাসি ও কান্না জড়িত কন্ঠে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।প্রধাণ অথিতি বক্তব্যতে বিদায়ী শিক্ষার্থীদেরকে আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠার প্রতি গুরুত্বারুপ করেন এবং তাদের সুন্দর জীবন কামনা করেন। আলোচনা সভার সমাপ্তি বক্তব্য দেন মানবিক অনুষদের ডিন সৈয়দ মইজুর রহমান। এর পর ই নয়ন রায়ের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয় উক্ত অনুষ্টানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা সহ ভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ,হুসাইন মুহাম্মদ সাগর সহ অস্যাখা অথিতি উপস্থিথ ছিলেন। সাংস্কৃতিক অনুষ্টানের শুরুতে ্যরাম্প শো করেন বিদায়ী শিক্ষার্থি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,নিত্য পরিবেশন করেন ২য় বর্ষের ছাত্রী মৌ,নাটক,কৌতুক দিয়ে মাতিয়ে রাখেন অনুষ্টান টি এরপর ই গান করেন বিদায়ী শিক্ষার্থী আউয়াল আহমেদ সুহান,পপি কর, ৪র্থ বর্ষের ছাত্র জুবেদ আলি,৩য় বর্ষের ছাত্র রনি,২য় বর্ষের ছাত্র প্রিয়ন্ত অতিথি শিল্পি হিসাবে ছিলেন চ্যানেল আই সুপার স্টার পুলক,দিপু,মিতু, রবি শেরা প্রতিভা বিথি চৌধুরী।এক মনোমুগ্ধকর হাসি ও কান্নার মদ্য দিয়ে রাত ১১ টায় অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন বিদায়ী শিক্ষার্থী নয়ন রায়।