মাধবপুরে অটোরিক্সা ষ্ট্যান্ড পূর্নবহাল ও নেতা নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
হামিদুর রহমান,মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুরে পূর্ব নির্ধারিত স্থানে সিএনজিও অটোরিক্সা ষ্ট্যান্ড পূর্নবহাল, শ্রমিক ও মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব ফিরোজ মিয়া এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ নেতাদেও নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর বেবীটেম্পো অটোরিক্সা সমবায় সমিতি ও মালিক সমিতির সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সদওে বেবীটেম্পো অটোরিক্সা সমবায় সমিতি ও মালিক সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত শ্রমিক ও মালিক অংশ নেন। পরে শ্রমিকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। শ্রমিক নেতারা বলেন, গত এক সপ্তাহ ধরে উপজেলা সদরে তাদের নির্ধারিত স্থানে বেবীটেম্পো অটোরিক্সা রাখার ওপর প্রশাসন কর্তৃক বাধার সম্মুখিন হচ্ছে। এর প্রতিবাদে গত ৩দিন ধরে শ্রমিক মালিক সমিতির আহ্বানে মাধবপুর দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক সড়কে ধর্মঘটের ডাক দেন। এ কারণে হরষপুর-মনতলা-মাধবপুর সড়কের সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় ৪টি ইউনিয়নের মানুষ মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে। এ সড়কে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে অটোরিক্সা। সিএনজি অটোরিক্সা ধর্মঘটের কারণে মাধবপুর বাজারে ব্যবসা বাণিজ্যের মধ্যে মন্দা ভাব দেখা দিয়েছে। সিএনজি অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, মাধবপুর উপজেলা সদরে সিএনজি অটোরিক্সা রাখতে না দেওয়ার কারণে শত শত শ্রমিক এখন বেকার হয়ে পড়েছে। সভাপতি হাজী ফিরোজ মিয়া বলেন, পূর্ব নির্ধারিত স্থানে সিএনজি অটোরিক্সা রাখা হলে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হবে না। এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জসীম মেম্বার, খালেক মেম্বার, সেনু মিয়া, বাদল মিয়া, মরণ মালাকার, টিপু মিয়া প্রমুখ।