স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে জামায়াত-বিএনপি জোটবদ্ধ
যৌথ সভায় অভিযোগ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর ৫ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে জামায়াত-বিএনপি জোট নিজেদের গা বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। তারা শোক দিবসের কর্মসূচির নামে নিজেদের আওয়ামী লীগের মানুষ বলে প্রচারণা চালাচ্ছে। ফলে বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারীরা বিভ্রান্ত হচ্ছেন।
গতকাল সোমবার রাত ৯টায় নগরীর খাসদবীর বন্ধন ডি-১৮ নং বাসায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের যৌথ সভায় এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জুনু মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আলমের পরিচালনায় সভায় বক্তারা বলেন, গত রোববার রাতে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বিএনপি জামায়াত জোটের গোপন বৈঠক প্রতিহত করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দের ধাওয়া থেকে বাঁচতে বিএনপি জামায়াত জোটের বোমাবাজরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। ওই সভায় স্বেচ্ছাসেবক লীগের একটি ব্যানার টানিয়ে নগরীর চিহ্নিত ছিনতাইকারী ও ৫ জানুয়ারির পর নাশকতা মামলার আসামীরা জোটবদ্ধ হয়। অথচ ৫নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটি নাই। আর এ সুবাদে স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙ্গিয়ে বিএনপি জামায়াত জোট ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. জুবের খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী রায়হান মিয়া, এমএ মুগনী খোকা, মো. ফারুক মিয়া, মুক্তিযোদ্ধা মনির মিয়া, হাজী আয়াজ আলী, শফিক মিয়া, আমিনুর রহমান পাপ্পু, জয়নাল মিয়া, সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য মো. রিমাদ আহমদ রুবেল, যুবলীগ নেতা ইফতেখার হোসেন সোহেল, সাকারিয়া হোসেন শাকিল, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান, গাজী বুরহান, আবুল মিয়া, তুষার, শাহিনুর, সোহাগ, মুন্না, কাদির, রাহিম, রিমন, সানি, ফারহান, মুন্না, মাহিন, সাব্বির, ইমন, বাবু, মুন্না, পিয়াল, আরমান, শাহিন মিয়া, নাঈম প্রমুখ।