‘প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলার প্রয়োজনই ছিল না’

Suronjeetসুরমা টাইমস ডেস্কঃ সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণ ও তাকে প্রথম দফায় জামিন না দেয়ার সমালোচনা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে আইনের শাসনের দূর্বলতার কারণে বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটছে বলে মন্তব্য করেন তিনি। প্রবীর সিকদারের মামলা প্রসঙ্গে তিনি বলেন, এই মামলার কোন প্রয়োজনই ছিল না। আর মামলা নিলেও জামিন দিলেন না কেন? আইনে পঙ্গু ব্যক্তির জামিনের বিধান আছে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং-এ তিনি একথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগ এখন নির্বাহী থেকে পৃথক ও স্বাধীন। সেখানে নির্বাহী বিভাগের কোন কন্ট্রোল নেই। এখন সরকারকে বললে হবে না। তিনি বলেন, ফরিদপুরের ওই মামলাটি তো হয়ই না। তারপরও মামলা নিলেন। এরপর আবার রিমান্ড দিলেন কেন? পরে আবার জামিন দিলেন। এটা কি হলো?
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে আইসিটি এ্যাক্ট বাতিল করা যাবে না। এখন আইসিটির জগৎ। কথা উঠেছে আইনের ৫৭ ধারা নিয়ে। সেটা বিবেচনা করতে হবে। এদিকে সম্প্রতি ক্রসফায়ার বেড়ে যাওয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোন সভ্য জগতেই বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করে না। কিন্তু কেন ঘটছে? আইনের শাসনের দুবর্লতার কারণে এটা হচ্ছে। তিনি বলেন, আমাদের মাথাপিছু এক লাখ ৫০ হাজার জনের বিপরীতে বিচারক মাত্র একজন। এই দিয়ে আপনি কিভাবে বিচার ব্যবস্থা আধুনিক করবেন। বিচারক নিয়োগ দেন। বিচার বিভাগকে আধুনিক করেন। দেখবেন বিচারবর্হিভুত হত্যাকান্ড অনেক কমে গেছে। বিচার বিভাগকে পেছনে ফেলে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।