আইএসের হামলায় ৫০ ইরাকি সেনা নিহত

iraqসুরমা টাইমস ডেস্কঃ ইরাকের আনবার প্রদেশে পৃথক দুটি অ্যামবুশে অন্তত ৫০ জন সরকারি সেনা ও শিয়া যোদ্ধাকে হত্যা করেছে স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস।
শুক্রবার আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে এ হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক কাউন্সিলের প্রেসিডেন্ট সাবাহ আল-কারহাউত।
আইএস আনবার প্রদেশের রাজধানী রামাদি এবং ফাল্লুজা শহরসহ প্রদেশটির অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে। তবে হামলার বিষয়ে আইএসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।
গত কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনী এবং শিয়া যোদ্ধারা আইএস থেকে প্রদেশটি দখলে নেয়ার চেষ্টা করছে। তবে সুন্নি সংখ্যারিষ্ঠ প্রদেশটি দখলে তারা তেমন সুবিধা করতে পারছে না।
এই হতাহতের ঘটনার পর আনবারের উত্তরাঞ্চলীয় কমান্ড পরিদর্শন করেছেন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি। এ ধরনের অভিযানে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে বাহিনীকে আরো সতর্ক হতে বলেছেন তিনি।
অবশ্য পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, আনবার প্রদেশে মোতায়েনকৃত ব্রিগেডের কমান্ডরকে বরখাস্ত করেছেন ওবেইদি।