কে বা কারা, কেন চালাচ্ছে নারী পুলিশের নামে ফেসবুক পেজ?
সুরমা টাইমস ডেস্কঃ কেমন লাগছে আমাকে? দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না।’ এই ধরনের প্রশ্ন ও আহবান জানিয়ে ‘বাংলাদেশ মহিলা পুলিশ’র ফেসবুক পেজে প্রায় প্রতিদিনই ‘নারী পুলিশ’দের ছবি পোস্ট করা হচ্ছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে পেজটি ভ্যারিফাইড নয়। এই পেজ কে বা কারা চালাচ্ছেন সে ব্যাপারে তারা অবগত নয় বলে জানিয়েছে ডিএমপি।
‘বাংলাদেশ মহিলা পুলিশ’র ফেসবুক পেজে দেখা যায়, প্রায় প্রতিদিনই তাদের নতুন নতুন ছবির পোস্ট এসেছে। পেজটিতে ২১ হাজার লাইক ছাড়িয়ে গেছে। সেইসাথে প্রতিটি পোস্টে হাজার হাজার লাইক ও কমেন্ট রয়েছে। পোস্টগুলো শেয়ারও করা হচ্ছে বহুবার। সারাদিন তাদের সাথে আড্ডা দিতে ‘আমাদের আড্ডা’ নামে একটি পেজে লাইক দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বন্ধুরা কেমন আছে– জানতে চেয়ে কোন কোন নারী পুলিশের ছবির পোস্ট রয়েছে পেজটিতে। বন্ধুদের শুভ সকাল, শুভ দুপুর কিংবা শুভ সন্ধ্যা জানিয়ে নারী পুলিশদের ছবি পোস্ট করা হয়েছে। এছাড়া ভারতীয় একটি সিরিয়ালের নারী পুলিশ চরিত্র ‘উর্শশী’ কিংবা কলকাতার চলচ্চিত্রের নারী পুলিশ চরিত্রের ছবি দিয়েও ফেসবুক বন্ধুদের জিজ্ঞেস করা হয়েছে ‘কেমন লাগছে আমাকে?’
পেজটিতে অনেকেই লাইক দেয়ার আহ্বান জানিয়েছেন। পেজটিতে নারী পুলিশদের বিভিন্ন পোজের ছবি তুলে ধরা হলেও তাদের কর্মকাণ্ড সম্পর্কিত কোন লেখা বা ছবি দেখা যায়নি। তবে প্রতিটি পোস্টেই বেশ কিছু আপত্তিকর মন্তব্য দেখা গেছে।
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সাধারণ সম্পাদক ও ডিএমপির ফাইন্যান্স শাখার সহকারি উপ-কমিশনার আবিদা ইয়াসমিন বলেন, এই পেজটি বেশ কিছুদিন হলো আমাদের নজরে এসেছে। এটি আমাদের ভ্যারিফাইড কোনো পেজ নয়। কারা এই পেজটি খুলেছে তা আমাদের জানা নেই।’
পুলিশ বাহিনীর নারী সদস্যদের চেনেন বা কারও আত্মীয় হন; এমন কেউই পেজটি খুলতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন আবিদা।
তবে আবিদা জানান, পুলিশের আইসিটি শাখার মাধ্যমে পেজটি বন্ধের চেষ্টা চালাবেন তারা।
পেজটি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘ফেসবুকে এই পেজটি আমি সার্চ করলে পাচ্ছি না। তবে এ ধরনের কোনো পেজ খোলার কখা আমার জানা নেই।’