চিরনিদ্রায় শায়ীত হলেন খেলাফত মজলিস নেতা ইঞ্জিনিয়ার রফিকুল হক
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সিনিয়র সহ:সভাপতি ঐতিহ্যবাহী ইউনাইটেড সেন্টারের স্বত্ত্বাধিকারী প্রবীণ মুরব্বী আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিকুল হক আর নেই। গত রাত ১.৩০ টায় নগরীর মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সোমবার বাদ আসর তাঁর গ্রামের বাড়ি দক্ষিণসুরমাস্থ জালালপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই মেয়ে ও একমাত্র ছেলে রেজওয়ানুল হক এবং নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মরহুমের রায়নগরস্থ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসি এসে ভীড় জমান। উল্ল্যেখ ইঞ্জিনিয়ার রফিকুল হক আমৃত্যু সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতির দায়িত্ব পালন ছাড়াও তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সহ সভাপতির দয়িত্ব পালন করছিলেন। তিনি শাইনিং জুয়েলস স্কুল এন্ড কলেজ ও সিলেট ইসলামী একাডেমীর উদ্যোক্তা সদস্যদের অন্যতম। এছাড়াও জামেয়া নূরিয়া ইসলামীয়া ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা সদস্য ও শিশু-কিশোর সাহিত্য ম্যাগাজিন মাসিক স্বপ্নঘুড়ি‘র উপদেষ্টাসহ বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মরহুম রফিকুল হক দুরারোগ্য ব্যাধী ক্যন্সারে ভুগছিলেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে প্রথম এবং রোববার সন্ধ্যায় দ্বিতীয় দফা হার্ট এট্যাক হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি