কুমারগাঁওয়ে ইয়াবার চালানসহ যুবক-যুবতী আটক
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কুমারগাঁও টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবক-যুবতীকে আটক করেছে র্যাব-৯। সোমবার বেলা ১টায় নগরীর কুমারগাঁও টার্মিনাল এলাকার মাসুক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরগাঁও গ্রামের মৃত আবদুল মানিকের ছেলে নূরুজ্জামান (৩০) ও সুনামগঞ্জ জেলা সদরের চিনাউরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী হোসনা বেগম (২৮)।
র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।