শ্রীমঙ্গলে উদ্বোধন হলো ১ সপ্তাহ ব্যাপী জুয়েলারী মেলা

মধু চৌবে, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে সপ্তাহ ব্যাপী জুয়েলারী মেলা। গতকাল ১৬ আগষ্ট সকালে শহরতলীর হবিগঞ্জ রোডের সাদি মহল ও শ্রীমঙ্গল ইন হোটেল এর ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদি মহল ও শ্রীমঙ্গল ইন হোটেল এর চেয়ারম্যান ছায়েদ আলী, ব্যবস্থাপনা পরিচালক সুকান্ত দেবনাথ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কদর আলী, মেলার আয়োজক নাবিলা এন্টার প্রাইজের পরিচালক আবু তাহের ও শ্রীমঙ্গল প্রেসকাব সম্পাদক বিকুল চক্রবর্ত্তী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার পরিচালক আবুতাহের বলেন, স্বর্ণের পরিবর্তে সাশ্রয়ী মুল্যেও ও গুনগতমানের প্রায় ১০ হাজার ডিজাইনের ইমিটেশনের অংলকার আছে এই মেলায়। মেলায় প্রত্যেকটি আইটেমই একদর এবং এ সামগ্রী গুলোর মুল্য ৫০ টাকা থেকে ১০৫০০ টাকা পর্যন্ত। অলংকার ছাড়াও এই মেলায় রয়েছে মেয়েদের চুলের সামগ্রী, পার্স বেগ, কসমেটিক,বিয়ে ও পাটির জমকালো সেট। তিনি জানান এর বেশিভাগ সামগ্রীই বাহিরের রাষ্ট্র থেকে আমদানী করা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত । শেষ হবে আগামী ১৯ আগষ্ট।