চুনারুঘাটে মটরসাইকেল সি এন জির মূখোমূখি সংঘর্ষ প্রবাসী নিহত : পুলিশ সহ আহত ৫

20150814_210754এম এস জিলানী আখঞজী: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বনগাও বটতলা চুনারুঘাট বাল্লা সড়কে যাত্রীবাহি সি এন জি ও পুলিশের মোটরবাইকে মূখোমূখী সংঘর্ষে উমরআলী(৪০) নামের এক প্রবাসী নিহত ও চুনারুঘাট থানার এস আই হরিদাশ সহ অপর ৪ জন আহত হয়েছে। তারা হলেন, ধূতপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জুড়িয়া বড় বাড়ীর তৈয়ব আলী (৪০), ছনখলা গ্রামের সুহেল মিয়া (২৬), পুলিশ কনঃ প্রসেনজিৎ। নিহত উমর আলীর বাড়ী উপজেলার ধুতপাতিল গ্রামে। আহত শিক্ষক তাজুল ইসলামের অবস্থা আশংকা জনক। এলাবাসী সূত্রে জানাযায়, ১৪/০৮/১৫ ইং তারিখ সন্ধা ৭ টায় আসামপাড়া থেকে চুনারুঘাট মূখি সি এনজির (হবিগঞ্জ থ ১১-১১০২) সাথে মূখোমূখি সংঘর্ষ বাধে পুলিশবাহী মোটরবাইক(হবিগঞ্জ এইচ এ-১১১০৮৬) এর। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী উমর আলী। মারাত্বক ভাবে আহত হন মাষ্টার তাজুল ইসলাম ও এস আই হরিদাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা হলেন, ধূতপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জুড়িয়া বড় বাড়ীর তৈয়ব আলী (৪০), ছনখলা গ্রামের সুহেল মিয়া (২৬), পুলিশ কনঃ প্রসেনজিৎ। নিহত উমর আলীর বাড়ী উপজেলার ধুতপাতিল গ্রামে। আহত শিক্ষক তাজুল ইসলামের অবস্থা আশংকা জনক। এলাবাসী সূত্রে জানাযায়, ১৪/০৮/১৫ ইং তারিখ সন্ধা ৭ টায় আসামপাড়া থেকে চুনারুঘাট মূখি সি এনজির (হবিগঞ্জ থ ১১-১১০২) সাথে মূখোমূখি সংঘর্ষ বাধে পুলিশবাহী মোটরবাইক(হবিগঞ্জ এইচ এ-১১১০৮৬) এর। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী উমর আলী। মারাত্বক ভাবে আহত হন মাষ্টার তাজুল ইসলাম ও এস আই হরিদাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।