নগরীতে ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে দলীয় কর্মী খুন : আটক ২

abdul aliসুরমা টাইমস ডেস্কঃ নগরীতে ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আরেক ছাত্রলীগ কর্মী। আবদুল আলী (১৯) নামে ওই ছাত্রলীগ কর্মী সিলেট মদনমোহন কলেজের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার (১২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে পূর্ণজিৎ দাসসহ আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়। আলী ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মী। তবে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে আলীকে হত্যা করা হয়েছে। এতে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
abdul ali bodyকলেজ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীর কথা কাটাকাটি হয়। বুধবার দুপুর ১২টার দিকে কলেজের মোহিনী মোহন ভবনের দ্বিতীয় তলায় সহপাঠী ছাত্রলীগ কর্মীরা আলীকে ছুরিকাঘাত করে।
পরে তাকে অন্যান্য ছাত্ররা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদও ছাত্রলীগ কর্মী আলীর মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানান- পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।
আলী দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে। ২ ভাই ১ বোনের মধ্যে আলী ছিল সবার বড়। আকলিস মিয়া জানান, ছুরিকাঘাতে আলীমের বাম হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পূর্ণজিৎ দাসকে আটক করেছে পুলিশের স্পেশাল টিম। বুধবার (১২ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এর আগে, রুহুল কান্তি দে বাসু (২৪) নামে আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।