সিলেট মহানগর যুবলীগের কার্যকরি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর যুবলীগের কার্যকরি কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সংসদ সুলেমান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক।
এছাড়া ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সকাল ১০টায় জাতির পিতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। কার্যকরি কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর যুবলীগের সদস্য ডাঃ হোসেন মোঃ রবিন, মাছুম বিল্লাহ চৌধুরী, সৈয়দ গুলজার আহমদ, হুমায়ুন রশিদ লাভলু, সুবেদুর রহমান মুন্না, এডভোকেট লিটন মিয়া, জাকিরুল আলম জাকির, ফয়ছল আজাদ খান, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, হোসেন আহমদ বাবু, সাজু ইবনে হান্নান খান, আনিছুর রহমান তিতাস, সুলতান আলী মনছুর, ফারুকুল ইসলাম ফারুক, আমিনুর রহমান শিপু, এডভোকেট গিয়াস, ইকবাল হোসেন, মিনহাজ চৌধুরী লিটন, শ্যামল সিংহ, বিপ্লব পুরকায়স্থ, মুজিবুর রহমান, গুলজার আহমদ জগলু, জুনেদ আহমদ, ইমামুুর রহমান লিটন, আব্দুর রব সায়েম, কয়েছ আহমদ, মিনার আহমদ, শাহেদ আহমদ, রিমাদ আহমদ রুবেল, কলিন্স সিংহ, মুরাদ আহমদ মুরন, আমির হোসেন জুবেল, আফজল করিব, কবির আহমদ শাহজান, ২১নং ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ২০নং ওয়ার্ড সভাপতি হোসেন আহমদ চৌধুরী শাহিন, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপলু, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস আর শাওন প্রমুখ।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি সফল করার জন্য সিলেট মহানগর যুুবলীগের ওয়ার্ডসহ মেট্রোপলিটন থানা সহ সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি