সিরাজ মাস্টারের ফাঁসি, আকরামের আমৃত্যু কারাদণ্ড
সুরমা টাইমস ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ রায় ঘোষনা করেছে ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।
হত্যা-গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন এবং শতাধিক বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের সাতটি অভিযোগের মধ্যে ৬টিই প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিট থেকে রায় পড়া শুরু হয়। মোট ১৩৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারকরা। রায় ঘোষণার জন্য বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের এজলাসে আসেন বিচারকরা।
রায়ের প্রথম অংশ পড়েন বিচারক প্যানেলের সদস্য বিচারপতি আনোয়ারুল হক। দ্বিতীয় অংশ পড়েন বিচারক প্যানেলের অপর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং সবশেষে মূল অংশ সাজা ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।