সনাক টিআইবি’র উদ্যোগে শ্রীমঙ্গলে আদিবাসী দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ আদিবাসী ফোরাম এর  সহ সভাপতি আনন্দ মোহন সিংহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ আদিবাসী ফোরাম এর সহ সভাপতি আনন্দ মোহন সিংহ।

সৈয়দ ছায়েদ আহমদ,শ্রীমঙ্গল প্রতিনিধি:সচেতন নাগরিক কমিটি(সনাক),টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে রোববার বিকালে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ২০১৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আব্দুন নুর। সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আদিবাসী নেতা জিডিসন প্রধান সূচীয়াং। ভাষা, ধর্মাচার, পারিবারিক জীবন ব্যবস্থা সবকিছুতেই ভিন্নতা নিয়ে বসবাসকারী আদিবাসীরা আজো এদেশে ভূমির মালিকানা পায়নি, একথা উল্লেখ করে আদিবাসী নেতারা বলেন যে একারনেই আদিবাসীরা আজো স্থায়ী আবাস ভূমি থেকে বঞ্চিত।
আদিবাসীরা এদেশে উপজাতি নয় এবং সাংবিধানিকভাবে সমান নাগরিক অধিকারের দাবিদার বলে নেতারা উল্লেখ করেন। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ আদিবাসী ফোরাম এর সহ সভাপতি আনন্দ মোহন সিংহ, মহাসচিব ফিলা পথনী ও সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বাড়াইক, চা জনগোষ্ঠী নেতা স্বপন মুন্ডা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর নেতা ডিম্পল সিনহা, সনাক সদস্য, সৈয়দ নেসার আহমদ, অধ্যাপক বদরুল আলম, গীতা গোস্বামী, দিদার আহমদ শাহীন,কুষ্ণা সুত্রধর প্রমুখ।