নবীগঞ্জে গাজাসহ আটক : ভ্রাম্যমান আদালতের সাজা

ট্রিপল মার্ডারসহ একাধিক মামলার আসামী আটক

pic nabiganj inathgonjউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে গাজাসহ আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত আব্দুস শহীদ এর পুত্র কামাল হোসেন(২২) গাজা সেবনকারী ও ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই ধর্মজিৎ সিনহা এক দল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী কাকুড়া গ্রামে তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ ধৃত কামালকে ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে আদালত তাকে বিনাশ্রম ৩ দিনের জেল প্রদান করেন। অপর দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী ইলাক উদ্দিন(৪৮) কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইইউনিয়নের কসবা গ্রামের মৃত মজই উলার পুত্র।পুলিশ জানায় তার বিরুদ্ধেসুফি হত্যা মামলা নং ০৬(১২)০৯। ট্রিপল মার্ডার মামলা নং জি-আর ১৫২/১৩(নবী) এবং এলাকায় গরু চুরির মামলা নং ৩১ সহ একাধিক চুরির মামলা রয়েছে। গাপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে কসবা থেকে রানীগঞ্জ যাওয়ার পথে তাকে গ্রেফতার করেন।