আঁটসাঁট পোশাক পরায় ছোট বোনকে পিটিয়ে হত্যা!
সুরমা টাইমস ডেস্কঃ আঁটসাঁট পোশাক পরে কলেজে যাওয়ায় ছোট বোনকে পিটিয়ে হত্যা করলো পাষণ্ড এক বড় ভাই। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের।
দশম শ্রেণিতে ৮৪ শাতাংশ নম্বর পেয়ে পাস করে সদ্য কলেজে ভর্তি হয় ১৮ বছরের ঐশ্বর্যা। ‘সাবালিকা’ মেয়েটি নিজের পছন্দের পোশাক পরে কলেজ যাচ্ছে, সহ্য হচ্ছিল না বড় ভাই ওমকারের। বোন কেন টাইট পোশাক পরে কলেজ যায়, এই প্রশ্ন তুলে দিনরাত বাড়িতে অশান্তি করত ওমকার। পরে গত মঙ্গলবার রাতে পরিস্থিতি চরম রূপ ধারণ করে।
নিহতের মা বলেন, ওই দিন রাতে অনেক্ষণ ধরেই ঐশ্বর্যার সঙ্গে সঙ্গে ঝগড়া করছিল ওমকার। হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ছুটে গিয়ে দেখি, ঘরের দরজা বন্ধ ভেতর থেকে। দরজা ধাক্কা দিতে ওমকার বেরিয়ে আসে। ঘরে ঢুকে দেখি, ওমকারের মারে রক্তাক্ত ঐশ্বর্যা মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা জানান, আমার মেয়ে আর বেঁচে নেই।’
ঘটনার পর ওমকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওমকারের মানসিক রোগ আছে। যখন-তখন তীব্র রেগে যায়। বোনকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে সে।