মনিন্দ্র’র মানবাধিকার রক্ষায় ব্যর্থ হলে সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়বে
সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মানবাধিকার কর্মী মনিন্দ্র রঞ্জন দের পায়ের গোড়ালী (রগ) কাটার মামলার আসামীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট প্রদানের দাবীতে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) প্রতিনিধি সাংবাদিক কলামিষ্ট সুকেশ চন্দ্র দেব ও বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমন রঞ্জন দাস। বক্তারা বলেন, সিলেট নগরীর যতরপুরে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মনিন্দ্র রঞ্জন দে’র পৈতৃক বসত বাড়ি জবর দখলে ব্যর্থ হয়ে একটি ভুমিখেকো সন্ত্রাসীচক্র বার বার নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্রান্ত হয়নি। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করার সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যর্থ হয়ে ২০১৩সালের ২২মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক কর্মসুচি পালন শেষে লামাবাজার শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া থেকে যতরপুরের বাসায় ফেরার পথে নগরীর বন্দরবাজার মাশরাফিয়া হোটেলের সামনে রাত ৯টায় কয়েকজন সন্ত্রাসী পায়ের গোড়ালী (রগ) কাটার ঘটনায় সমগ্র বিশ্বে তোলপার সৃষ্টি হয়। ঘটনার পরদিন সিলেট এস এম পি’র কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর শুরু হয় রাষ্ট্রযন্ত্রের নানা ষড়যন্ত্র। মামলা থানা পুলিশ ফাইনেল চার্জশিট দিয়ে এর বিরোদ্ধে বাদী আদালতে না রাজি দিলে আদালত মামলাটি পুন:তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ ২বছর থেকে তদন্তের নামে নাটক মঞ্চ তৈরী করে অভিযোক্ত আসামীদের বাদ দিয়ে পূনরায় নতুন ষড়যন্ত্র চলছে। বক্তারা আরো বলেন, রাজনৈতিক দলের চত্রছায়ায় প্রশাসনের কিছু সাম্প্রদায়িক গুষ্টি শুধু মনিন্দ্র’র পরিবার নয় এ দেশের সকল সংখ্যালঘুরাই আইনের অধিকার ও মানবাধিকার থেকে বঞ্জিত হচ্ছে। সম্প্রতি সিলেটের গোয়াইঘাটে সংখ্যালঘু কলেজ ছাত্রীকে অপহরন, বালাগঞ্জে সংখ্যালগু কিশোরীকে ৩দিন আটকে রেখে ধর্ষনসহ সিলেটে পশ্চিম কাজশায় কিশোরীকে অপহরন করে জোর পূর্বক মুসলমান বানানোর গঠনায় বিশ্ব বিবেক আজ প্রতিবাদ মোখর। সাম্প্রতিক ইউরোপিয়ান পার্লামেন্ট তাদের পতিবেদনে বাংলাদেশের সংখ্যালগু বিশেষ করে হিন্দুদের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র ব্যর্থতার জন্য উদ্ভেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ অপহরনের তালিকায় আজ ৭ম স্থানে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মামলার দ্রুত চার্জশিট প্রদানের দাবীতে আগামী ৯ আগষ্ট সিলেট ১আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সাথে সৌজন্যে সাক্ষাত ও স্বারকলিপি প্রদান। ২০ আগষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সাথে সৌজন্যে সাক্ষাত ও স্বারকলিপি প্রদান। ৩০ আগষ্ট জাতীয় ঢাকার জাতীয় প্রেসকাবের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি