সুবহানীঘাট থেকে জৈন্তাপুর কলেজের ছাত্র নিখোঁজ
সুরমা টাইমস ডেস্কঃ জৈন্তাপুর উপজেলার বিড়াখাই গ্রামের বাসিন্দা মো. আলী আকবরের ছেলে মো. রবিউল হাসান (১৮) নগরীর সোবহানীঘাট থেকে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন রবিউলের বড় ভাই মো. আলম মিয়া। ডায়রি নং- ১৭০৩। রবিউল জৈন্তাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
রবিউলের পিতা আলী আকবর জানান, পারিবারিক কাজে গত ৩০ জুলাই জৈন্তাপুর তাদের নিজ বাড়ি থেকে সিলেট শহরে বড় ভাইয়ের কাছে আসেন রবিউল। কাজ শেষে বিকাল ৫টার দিকে রবিউল বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যা ৭টার দিকে রবিউলের মোবাইলে (০১৭০৬১৯৩৮৯৫) ফোন করলে সে সোবহানীঘাটে গাড়ির জন্য অপেক্ষা করছে বলে জানায়।
কিন্তু আধাঘন্টা পরে ফের রবিউলের মোবাইলে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পরদিন ৩১ জুলাই কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
তিনি আরো জানান, রবিউলের কাছে নগদ ৩০ হাজার টাকা ও তার সকল সার্টিফিকেট ছিল।