প্যারিসে কুশলায়ন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টার উদ্বোধন
আবু তাহির,প্যারিসঃগতকাল সকালে সেইন্টডেনিসস্থ রুই দো লা ভিয়েইললে অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সেন্টারের যাত্রা শুরু হয়। এ সময় নতুন বিহার,প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান,বর্ষাবার্ষিক চীবর দান ও পবিত্র শুভ আষাড়ি পূর্নিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফ্রান্সস্থ ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টারের পরিচালক ভেনারেবল চান্দারাত্না নায়াকার সভাপতিত্বে ও বিহারাধ্যক্ষ জ্যোতিসার ভিক্ষুর পরিচালনায় পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে আনান্দা নায়াকা থেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেনারেবল রাহুলা খেরো,অনমদস্বী খেরো, ভেনারেবল জিনানন্দ খেরো প্রমুখ।পরে বিহারাধ্যক্ষ জ্যোতিসার ভিক্ষু এই বৌদ্ধ বিহার প্রতিষ্টার অনন্য অবদানের জন্য শ্রীমতি চম্পা বড়ুয়া,জিনপদ বড়ুয়া,টুটুল বড়ুয়া,সোমা বড়ুয়া ও আকাশ বড়ুয়াকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মহামানব বুদ্ধের শিক্ষা গ্রহণ করে তা মনে প্রাণে অনুশীলন করতে হবে। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করা হয় এবং প্রদীপ জ্বালানো হয়।