রিমান্ড নয় রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সুরমা টাইমস ডেস্কঃ মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভীকে দুই দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মঙ্গলবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ২০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রিজভীকে আদালতে হাজির করে মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি আসামির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড আবেদন বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক উভয় আবেদনই নাকচ করে দেন।